রির্পোটঃজাকারিয়া আলম দিপু.
২০১৭ সালের মাধ্যমিক এইচ এস সি/আলিম পরীক্ষার ফলাফল ২৩ জুলাই (রবিবার) দুপুর ২ টায় প্রকাশ করা হবে।
ঐদিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলপত্র হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফলের বিস্তারিত তুলে ধরা হবে।
দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা ইন্টারনেট, মোবাইলের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।
মোবাইল এস.এম.এস এর মাধমে ফলাফল :
SMS এর মাধ্যমে ফলাফল পাওয়ার পদ্ধতিঃ
HSC First 3 Letters of Your Board Roll Number Passing Year and send SMS 16222.
উদাহরণঃ
HSC RAJ 123456 2017 and send SMS 16222
SMS পদ্ধতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্যঃ
Alim First 3 Letters of Your Board Roll Number Passing Year and send SMS 16222.
উদাহরণঃ
Alim MAD 123456 2017 and send SMS 16222
এসএসসি ভোকেশনালের জন্যঃ
HSC First 3 Letters of Your Board Roll Number Passing Year and send SMS 16222.
উদাহরণঃ
HSC Tec 123456 2017 and send SMS 16222
পরিক্ষার্থীরা ইন্টানেট এর মাধ্যমে ফলাফল:
http://www.educationboardresults.gov.bd/regular/index.php
ছবি নম্বরে সাথে মিলিয়ে কাজ করুন।
১। কিছু সিলেক্ট করা লাগবে না, কারন এখানে অটোমেটিক এইচ এস সি/আলিম এসে থাকবে যদি না আসে তাহলে H.S.C/Alim সিলেক্ট করুন ।
২। কিছু সিলেক্ট করা লাগবে না, কারন এখানে অটোমেটিক ইয়ার এসে থাকবে যদি না আসে তাহলে কোন ইয়ারের রেজাল্ট সিলেক্ট করুন।
৩। কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে,তা সিলেক্ট করুন ( এখানে যদি জেনারেল লাইনে কেহ পড়াশুনা করে থাকে তবে শুধু বোর্ডের নাম,আর মাদ্ররাসায় পড়ে থাকলে মাদ্ররাসা সিলেক্ট করুন, অথবা, ভকেশনালের/টি টি সি/কারিগরী- জন্য টেকনিক্যাল সিলেক্ট করুন।
৪। পরীক্ষার্থীর রোল নম্বর দিন।
৫।রেজিঃ নম্বর দিন।
৬।গনিতিক হিসেবের ফলাফল লিখুন।
৭। সব শেষে সাবমিট করুন।
কোন সমস্যা হলে আবার পুনরায় চেষ্টা করুন।