মন ভালো নেই রাইসিনা হিলের। থাকবে কি করে? গৃহকর্তা যে তাদের ছেড়ে যাচ্ছেন। এ কারণে কয়েকদিন ধরেই মুখ ভার করে আছেন সাধারণ মালি থেকে উচ্চপদস্থ কর্মকর্তারা।
মঙ্গলবার প্রেসিডেন্ট ভবন ছাড়বেন প্রণব মুখার্জি। সেদিন থেকেই তিনি হয়ে যাবেন ‘প্রাক্তন প্রেসিডেন্ট’। ১০ রাজাজি মার্গের দোতলা বাড়িটিই হবে তার নতুন ঠিকানা। বিশ্বের সবচেয়ে বড় প্রেসিডেন্ট ভবনের তুলনায় তা নেহাতই ছোট মনে হতে পারে। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের জীবনের শেষ ঠিকানাও ছিল এই বাড়িটিই। এখানে প্রণবের সঙ্গে থাকবেন তার মেয়ে ও পুত্রবধূ।
দীর্ঘ ৫১ বছর জনগণের সেবায় কাটিয়েছেন প্রণব। ৩৭ বছর সংসদ দাপিয়েছেন। তার মধ্যে প্রায় ২৩ বছর কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। ইন্দিরা গান্ধীর সঙ্গে তার ঘনিষ্ঠতা কারও অজানা নয়। ১৪ বছর লোকসভা বা রাজ্যসভায় নেতৃত্ব দিয়েছেন তিনি।
৫ বছর দেশের রাষ্ট্রপতি হিসেবে কাটানোর পর এবার অবসর জীবন কাটাবেন। বরাবরের মতোই তার সঙ্গী থাকবে বই। নতুন বাংলোয় একতলার যে ঘরে তিনি থাকবেন, তার পাশেই থাকবে গ্রন্থাগার এবং পড়ার ঘর। রাষ্ট্রপতি ভবনের মতো একসঙ্গে কয়েকশো কর্মীর আতিথেয়তা, বুলেটপ্রুফ মার্সিডিজ বেঞ্জ আর থাকছে না। তবে প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবে আজীবন মাসিক দেড় লাখ টাকা পেনশন পাবেন তিনি।
সবসময়ের জন্য একটি গাড়ি বরাদ্দ থাকবে। একজন ব্যক্তিগত সচিব, একজন অতিরিক্ত ব্যক্তিগত সচিব, একজন ব্যক্তিগত সহকারী এবং দু’জন পিওনও পাবেন তিনি। এ ছাড়াও তাকে চিকিৎসার অন্যান্য সবরকম সুযোগ সুবিধাসহ দেয়া হবে।
তার কয়েক হাজার বই ইতিমধ্যেই নতুন বাড়িতে নিয়ে গেছেন মেয়ে শর্মিষ্ঠা। বৃহস্পতিবার বিকেলে সংসদে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগণনা শেষ হতেই দেশের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে রামনাথ কোবিন্দের নাম ঘোষণা হয়েছে। মঙ্গলবারই শপথ নেওয়ার পর রাইসিনা হিলে চলে আসবেন দেশের ১৪তম প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ।