জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স ফাইনাল পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরে ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, যে সব শিক্ষার্থী ২০১৩-১৪ শিক্ষাবর্ষে অনার্স কোর্সে ভর্তি হয়েছেন, তাদের ২০১৭ সালের চতুর্থ বর্ষের( অনার্স ফাইনাল) পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে পরীক্ষা যথাসময়ে গ্রহণে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে শিক্ষার্থীদের এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করেছেন।
এর ফলে কোনো প্রকার সেশনজট ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ সব শিক্ষার্থী তাদের অনার্স কোর্স শেষ করার সুযোগ পাচ্ছেন।
(Visited ৯২ times, ১ visits today)