অনলাইন ডেস্কঃ
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে দলের পেস বোলিং কোচ হিসেবে সাবেক বাঁ-হাতি পেসার চামিন্দা ভাসকে নিয়োগ দিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
শুক্রবারে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয় এসএলসি। এই নিয়ে দ্বিতীয় দফায় শ্রীলংকা দলের বোলিং কোচ হলেন ভাস। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলংকা ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
চুক্তির মেয়াদ শেষ হবার পরও এসএলসির সঙ্গে যুক্ত ছিলেন ভাস। বর্তমানে শ্রীলংকার ভবিষ্যত পেসারদের নিয়ে কাজ করেছেন ভাস।
২০১৫ সালে ভাসের বিদায়ের পর শ্রীলংকা দলের বোলিং কোচ হন চাম্পাকা রামানায়েকে। কিন্তু রামানায়েকে কোচের পদ থেকে সরে দাঁড়ানোয় কোন কালক্ষেপন না করে আবারো ভাসকে দায়িত্ব দেয় এসএলসি।
শ্রীলংকার হয়ে ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ১১ টেস্টে ৩৫৫, ৩২২ ওয়ানডেতে ৪০০ ও ৬ টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে ৬ উইকেট নেন ভাস।