বরিশাল সিটি করপোরেশনের সংরক্ষিত (১৬,১৭,১৮) আসনের কাউন্সিলর ইসরাত আমান রুপাকে হত্যাচেষ্টার একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে নগরীর ব্রাউন কম্পাউন্ডস্থ নিজ বাসা থেকে রুপাকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনা সত্যতা স্বীকার করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ আওলাদ হোসেন।
ব্রাউন্ড কম্পাউন্ডের বাসা থেকে সর্পরাজ মান্না পাহাড়িকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী দিয়ে কুপিয়ে আহত করার ঘটনায় রুপাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মান্না পাহাড়ীর স্ত্রী কাজল বেগম বুধবার সাতজনের নাম উল্লেখ করে থানায় হত্যাচেষ্টার ঘটনায় একটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য হুমকি দেয়ায় মান্না পাহাড়ী রুপার বিরুদ্ধে তিন মাস আগে কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর গত ১৭ জুলাই জিয়া সড়কে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। আহত অবস্থায় মান্না পাহাড়ীকে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।