পাঁচজনকে ক্রসফায়ার দিয়েছি, ১৪ জনের লিস্ট করেছি- ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমানের এমন একটি বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছে।
বুধবার একটি জাতীয় দৈনিক ডা. এনামুরের ওই বক্তব্য প্রকাশ করে। এতে বেশ বিপাকে পড়েন তিনি।
বৃহস্পতিবার বেশ কয়েকটি দৈনিকে বিজ্ঞাপন দিয়ে নিজের বক্তব্য প্রত্যাহার করার কথাও জানিয়েছেন তিনি। একই সঙ্গে করেছেন দুঃখ প্রকাশ।
এনামুর এখন তার বক্তব্যে বলছেন, ‘পাঁচজনকে ক্রসফায়ারে দিয়েছি, ১৪ জনের লিস্ট করেছি শিরোনামে গত ১৯ জুলাই দৈনিক মানবজমিন পত্রিকায় ক্রসফায়ার সংক্রান্ত আমার যে বক্তব্য ছাপা হয়েছে তা অনভিপ্রেত, অশোভনীয় ও নিন্দনীয়। প্রকৃতপক্ষে আমি যে বিষয়ে আলোকপাত করতে চেয়েছিলাম তা যথাযথভাবে উপস্থাপন করতে না পারায় বক্তব্যের রূপটি বিকৃত হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করেছে, যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। এ বক্তব্যের জন্য আমি লজ্জিত, দুঃখিত জাতির কাছে ক্ষমাপ্রার্থী।’
ওই বক্তব্য একান্তই ব্যক্তিগত ছিল জানিয়ে তিনি বলেন, এর দায়-দায়িত্ব আমার নিজের এবং এর সঙ্গে সরকার কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের কোনা সংশ্লিষ্টতা এমনকি নীতিগত কোনো প্রতিফলন নেই।
এদিকে ডা. এনামুরের ওই বক্তব্যের বিষয়ে সাভারের সরকারদলীয় সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ ডয়চে ভেলেকে বলেন, ‘এটা কোনো সুস্থ মানুষের কথা নয়। কোনো সুস্থ মানুষ এটা বলতে পারেন না। এটা তো আইন-শৃঙ্খলা বাহিনীর এখতিয়ার। জনপ্রতিনিধি হিসেবে আমাদের কাজ হলো জনগণের নিরাপত্তা দেয়া।’