অবশেষ গুঞ্জনই সত্যি হলো। ঘর ভাঙছে তাহসান-মিথিলার। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তাহসান আনুষ্ঠানিকভাবে তাদের ডিভোর্সের বিষয়টি স্বীকার করে নিয়েছেন।
ফেসবুকে তিনি লিখেন – ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা ঘোষণা করছি যে, খুব শিগগিরই আনুষ্ঠানিক ডিভোর্সে যাচ্ছি আমরা। আমাদের মধ্যে যে মতপার্থক্যগুলো তৈরি হয়েছে গত কয়েকমাস ধরে আমরা সেগুলো দূর করার চেষ্টা চালিয়েছিলাম। এরপরেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, সামাজিক চাপে পড়ে সম্পর্কে থাকার চেয়ে বিচ্ছেদই ভালো।
আমরা বুঝতে পারছি এটা আপনাদের অনেকের কাছেই অপ্রত্যাশিত। সে জন্য আমরা মন থেকে ক্ষমা চাইছি।
আমরা সবসময় মর্যাদা এবং উদারতা দিয়ে আমাদের সম্পর্ক চালিয়ে এসেছি। আমাদের প্রত্যাশা বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়ার পরও সন্তানের বাবা-মা হিসেবে আমরা একইভাবে সম্পর্কটা বজায় রাখবো।
আশাকরি, জীবনের কঠিন এ পর্যায়ে আপনারা আমাদের দু’জনের প্রতিই উদার মনোভাব দেখাবেন। এই দম্পতির ঘরে ২০১৩ সালের ৩০ এপ্রিল একমাত্র কন্যাসন্তান আইরা তাহরিম খান জন্ম নেয়। আইরা এখন মিথিলার কাছেই আছে।