বৃহস্পতিবার , ২০ জুলাই ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

একটি ম্যাচ খেলার জন্য মরিয়া সাব্বির

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুলাই ২০, ২০১৭ ৮:০১ অপরাহ্ণ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চেনারূপে দেখা যায়নি সাব্বির রহমানকে। নামের প্রতি সুবিচার করতে পারেননি। আইসিসির এই টুর্নামেন্টে খেলেছেন ৪টি ম্যাচ। ১৪.৭৫ গড়ে করেছেন ৫৯ রান। তার নামের সঙ্গে এই পারফরম্যান্স কোনোভাবেই যায় না!

এ নিয়েই নিশ্চয়ই ভাবছেন সাব্বির। তবে ওই দুঃস্মৃতি মনে রাখতে চান না ২৫ বছর বয়সী এই মারকুটে ব্যাটসম্যান। নিজেকে ফর্মে ফেরাতে চান। একটা ম্যাচে ভালো ইনিংস খেলতে পারলেই সেটা হয়ে যাবে। সেরকমই একটা ম্যাচ খেলার জন্য মরিয়া সাব্বির।

মিরপুরে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাব্বির রহমান। ব্যর্থতা ভুলে যাওয়ার মতো একটি ম্যাচ খেলার অপেক্ষায় তিনি। বলেন, ‘সর্বশেষ তিন-চারটি ম্যাচে ভালো করতে পারিনি। ওই স্মৃতি আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। রান করতে পারিনি তাই মনটাও খারাপ। একটি ম্যাচ খেলার জন্য আমি মরিয়া। হোক তা টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে। সেটার জন্য নিজেকে ঝালিয়ে নিচ্ছি।’

অনেকে এখন সাব্বিরের তিন নম্বর পজিশন নিয়েও প্রশ্ন তুলছেন। কারণ এই পজিশনে খেলে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না! এই পজিশনে ১৫টি ওয়ানডে খেলে মাত্র তিনটি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন।

তবে পজিশন নিয়ে চিন্তিত নন সাব্বির। রান করাটা বড় বিষয় বলে মনে করেন তিনি,  ‘রান করতে না পারাটাই মূলত সমস্যা। রান করতে পারলে পজিশন নিয়ে প্রশ্ন উঠত না। রানই মুখ্য ব্যাপার। রান করতে পারলে তিন নম্বর ভালো, না করতে খারাপ। আমি যেকোনো পজিশনে ভালো খেলার চেষ্টা করব।’

(Visited ৩২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি