রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) সীমানা দেয়াল ধসে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের নাম পারভীন আক্তার ( ৪৫)।
বুধবার (১৯ জুলাই) বিকেলের ওই ঘটনায় আহত হয়েছেন দুজন পথচারীসহ আরও চারজন। আহতরা সবাই বিএসএমএমইউয়ে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল্লাহ আল হারুন গণমাধ্যমকে জানিয়েছেন, বিকেলে বৃষ্টির সময় বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের গাড়ি পার্কিং এলাকার সামনে সীমানাপ্রাচীর ধসে যায়। এ ঘটনায় তিনজন পথচারী, একজন আনসার সদস্য ও একজন নার্স আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে পারভীন মাথায় আঘাত লেগেছিল। তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।
(Visited ১১ times, ১ visits today)