সোমবার , ১৭ জুলাই ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন এর দাফন সম্পন্ন

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুলাই ১৭, ২০১৭ ১০:২০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : বরিশালের মুলাদী উপজেলার তয়কা গ্রামের অধিবাসী মরহুম লাল মিয়া আকনের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা মোঃ দলিল উদ্দিন দলু মাষ্টার এর ১৬ জুলাই ২০১৭ সকাল ১১ টায় রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। মোঃ দলিল উদ্দিন ১৫ জুলাই ২০১৭ ঢাকা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না……রাজিউন)। মুলাদীর বাটামারা ইউনিয়নের জাগরনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তাঁর জানাযায় অংশগ্রহণ করেন মুলাদী উপজেলা পরিষদ এর চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু, মুলাদী উপজেলার সাবেক চেয়ারম্যান আঃ মজিদ, উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) সরদার মোস্তাফা শাহিন, অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ, মুলাদী উজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, বাটামারা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফরিদ উদ্দিন নায়েব, বরিশাল জেলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক কামরল আলম চৌধুরী, বাটামারা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, সফিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সী, সাহেব রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন সরদার, বরিশাল সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মনসুর আহামেদ, মুলাদী উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সালেহ উদ্দিন হাওলাদার, জাগরনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদুল হক, বাটামারা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আকন, নবারণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম রফিক। উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদ ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড এর পক্ষ থেকে মরহুমের কফিনে পুস্তস্তর্বক অর্পন করা হয়। এছাড়াও মুলাদীর বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, হিজলা-মুলাদী জনকল্যাণ সমিতির সাধারন সম্পাদক নুরুল ইসলাম, বরিশাল জেলা স্কুলের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং তাঁর সেহকর্মী ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। এর আগে ১৫ জুলাই বিকাল সাড়ে ৫টায় ঢাকা কমার্স কলেজ প্রাঙ্গনে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এতে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু সাঈদ, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. আসাদুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক মোয়াজ্জেম হোসেন কাঞ্চন, বিশিষ্ট ব্যবসায়ী শাখাওয়াত হোসেন মানিক, সাপ্তাহিক অর্থকাল সম্পাদক সালাম মাহমুদ, সাপ্তাহিক গণবার্তার সম্পাদক মোঃ শাহিন হোসেন, আকিজ গ্রুপের ব্যবস্থাপক অর্থ মোঃ ফারুক মোল্লা, বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার মোল্লা প্রমুখ অংশ গ্রহণ করেন। মোঃ দলিল উদ্দিন মালেরহাট বি বি ইউনাইটেড হাইস্কুলের সাবেক সহকারী শিক্ষক, পূনরগঠিত জাগরনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, ভোলা সরকারী স্কুলের সহকারী শিক্ষক ও বরিশাল জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেন। তিনি একজন স্কাউট লিডার ও সাংস্কৃতিকমনা ব্যক্তি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কণ্যা সন্তান, এক নাতি ও নাত্রিসহ অসংখ্য গুনীগ্রহী রেখে গেছেন। মোঃ দলিল উদ্দিন সাপ্তাহিক গণবার্তার উপদেষ্টা সম্পাদক, আলোকিত মুলাদীর যুগ্ম আহ্বায়ক ও ঢাকা কমার্স কলেজের সহযোগী অধ্যাপক এস এম আলী আজম এর শ্বশুড়।

(Visited ৪৪ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি