কবিঃ- আর.এম।
…………………
ছোট্র বেলার রান্নাবাড়ি
একটু হলেই আড়া-আড়ি,
গাছের পাতার টাকা-কড়ি
তাই নিয়ে কত কাড়াকাড়ি।
ছোট্র লাঠির ডান্ডামারী
কাগজের সেই যে ঘুড়ি,
সকাল বিকাল হুরাহুরি
সব হারালাম তারাতারি।
………………..
………………..
(Visited ৩১ times, ১ visits today)