বরিশাল নগরীর পৃথক দুটি ভবনে অভিযান চালিয়ে ৭১৪ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার সকাল ৯ টায় থেকে বেলা ১১টা পর্যন্ত এ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও বরিশাল র্যাব-৮।
আটককৃতরা হল- মারুফা আক্তার (৩৫), রিমি(২১) ও শাহ আলম (৩১)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মালেক তালুকদার জানান – গোপন সংবাদের ভিত্তিতে সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও র্যাব-৮ এর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে। এসময় নগরের সিএন্ডবি রোড এলাকার চৌধুরি ভিলা নামক ভবনের দ্বিতীয় তলা ও নবগ্রাম রোডের সারিনি প্লেস নামক ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে ৭১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
জব্দ করা হয় ১ টি মোটর সাইকেল ও ৫ টি মোবাইল সেট। পাশাপাশি আটক করা হয় তিনজনকে।
আটককৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর আব্দুল মালেক তালুকদার।