দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের স্মার্টফোন গ্যালাক্সি সিরিজের নতুন স্মার্টফোন ‘গ্যালাক্সি নোট ৮’ এর আরও কিছু ছবি ফাঁস হয়ে গেছে।
এতে বাজারে আসার আগেই গ্রাহকদের তুমুল আগ্রহের কেন্দ্রে থাকা এ ডিভাইসের ফিচার সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গেছে।
চলতি বছরজুড়ে গ্যালাক্সি সিরিজের এস৭, এস৭ এজ, গ্যালাক্সি এস৮ ও এস৮ প্লাস প্রযুক্তিপ্রেমীদের মধ্যে সাড়া জাগালেও বাজারে আসার প্রতীক্ষায় থাকা নোট ৮ সবগুলোকে ছাড়িয়ে যাবে।
নোট ৮ এর ডিসপ্লে আরও বেশি মুগ্ধকর ও এস৮ ও এস৮ প্লাসের চেয়েও বড়। এর ডিসপ্লে ৬.৩ ইঞ্চি, এটা বিস্ফোরিত নোট ৭ এর তুলনায় .৬ ইঞ্চি বড়। এস৮ ও এস৮ প্লাসের চেয়ে বড় এ ডিভাইস সহজে বহনযোগ্য ও এক হাতে ব্যবহার উপযোগী।
গ্যালাক্সি নোট ৮ এ থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা। সেইসঙ্গে একটা ক্ষুদ্র ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। তবে চলতি বছরে বাজারে আসার সম্ভাবনা নেই এ ডিভাইসের।
সামনের বছরের শুরুতেই স্মার্টফোন বাজারের দখল নিতে পারে গ্যালাক্সি সিরিজের সর্বোচ্চ প্রযুক্তির এ ফোন।