বৃহস্পতিবার , ১৩ জুলাই ২০১৭ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ব্রিটেনে মুসলিম সমকামীকে বিয়ে করলেন বাংলাদেশি তরুণ

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুলাই ১৩, ২০১৭ ২:৫৩ পূর্বাহ্ণ

ব্রিটেনের প্রথম মুসলিম সমকামী জুটি হিসেবে পশ্চিম মিডল্যান্ডে বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণ অপর এক তরুণের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। পশ্চিম মিডল্যান্ডে বিয়ের আনুষ্ঠানিকতার পর এই জুটি আশা প্রকাশ করে বলে, ‘তারা বিশ্বকে দেখাতে চান যে কীভাবে একজন সমকামী এবং মুসলিম হওয়া যায়।’

জাহেদ চৌধুরী (২৪) নামের বাংলাদেশি বংশোদ্ভূত ওই তরুণ সমকামী হওয়ায় মুসলিম সম্প্রদায়ে একঘরে দশার মধ্যে বেড়ে উঠেন। এমনকি সমকামিতা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তাকে ধর্মীয় অনুষ্ঠানেও পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন।

 সমকামী হওয়ার কারণে বাংলাদেশি জাহেদকে তার পরিবারের সদস্যরা কুলাঙ্গার হিসেবে মনে করেন 

british

অনেক কষ্টে জীবন-যাপন করছিলেন চৌধুরী। দুই বছর আগে নিজের জীবন নিজের মতো করে চালিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন তিনি। একদিন ডার্লাসটন শহরের একটি রাস্তায় বেঞ্চে বসে কান্না করছিলেন তিনি। এ সময় সিন রোগান (১৯) নামের অপর এক মুসলিম সমকামী তরুণ তার পাশে এসে দাঁড়ান।

দু’জনের মাঝে সেই সময় থেকে সম্পর্কের শুরু হয়। শিগগিরই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন। অবশেষে বাংলাদেশি ঐতিহ্যবাহী পোশাক পরে পশ্চিম মিডল্যান্ডের ওয়ালসালে বিয়ের আনুষ্ঠানিকতা সাড়েন।

bangladeshi

নিজেরা সুখে থাকলেও এখন পর্যন্ত বেশ কয়েকবার হত্যার হুমকি পেয়েছেন বলে জানিয়েছে নববিবাহিত এই সমকামী জুটি। চৌধুরী বলেন, ‘আমি এই বিয়ের মাধ্যমে সবাইকে বলতে চাই যে, এটা ঠিক আছে। আমরা বিশ্বকে দেখাতে চাই যে, আপনি চাইলে একজন সমকামী এবং মুসলিমও হতে পারেন।’

ডার্লাসটনের ওয়ালসল রেজিস্ট্রি অফিসে জাহেদ চৌধুরী মুসলিম রীতিনীতি অনুযায়ী দুই বছর আগে পরিচিত হওয়া অপর সমকামী তরুণের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বাংলাদেশি বাবা-মার সঙ্গে বেড়ে উঠেছেন জাহেদ। পরিবারে তার আরও তিন ভাই-বোন রয়েছে। সমকামী হওয়ার কারণে জাহেদকে তার পরিবারের সদস্যরা কুলাঙ্গার হিসেবে মনে করে বলে জানান এই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ।

সূত্র : ডেইলি মেইল।

(Visited ৭ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

বরিশালের পলিথিন পুড়িয়ে নির্মিত ভাস্কর্য প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান শিল্পী এমিলিয়া

ভিক্ষাবৃত্তিকে না।।

‘বান্ধবী’র করা মামলায় আরাফাত সানি গ্রেফতার।।

কমলো স্বর্ণের দাম : ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা

লাইলাতুল কদর: ভেজা চোখে মোনাজাতে কাটুক রাত

বরিশাল আদালতের পিপি কাবুলের মৃত্যুতে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের শোক

সোহাগ গাজীর অলরাউন্ড পারফরম্যান্সে জিতল বরিশাল

অনলাইন, ই-আর্কাইভসে মলাটবন্দি মুক্তিযুদ্ধ।।

অনলাইন, ই-আর্কাইভসে মলাটবন্দি মুক্তিযুদ্ধ।।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মাননা পাচ্ছেন সোহেল রানা ও সুচন্দা

উন্নয়ন কর্মকাণ্ডে মানুষের ক্ষতি যেন না হয় সেদিকে নজর দিতে পরামর্শ প্রধানমন্ত্রীর