ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৩ জুলাই) চার জেলার পাঁচটি উপজেলায় ২৩ ইউনিয়নে অবস্থিত তফসিলি ব্যাংকের শাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।
ইউনিয়ন পরিষদে নির্বাচনী এলাকাগুলো হলো : ঠাকুরগাঁও জেলার রানীসংকৈল উপজেলার তিনটি ইউনিয়ন : হোসেনগাঁও, নন্দুয়া এবং বাচোর।
টাঙ্গাইল জেলার সদর উপজেলার ছিলিমপুর, কাকুয়া, কাতুলী, মাহমুদনগর এবং মধুপুর উপজেলার মহিসমারা, শোলাকুরি, অরণখোলা, কুড়ালিয়া, আউশনারা, কুড়াগাছা, বেরীবাইদ ও ফুলবাগচালা ইউনিয়ন।
বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার আন্দারমানিক, লতা, জয়নগর, চর একরিয়া, গোবিন্দপুর, শ্রীপুর, ও আলিমাবাদ ইউনিয়ন।
এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা (উত্তর) ইউনিয়ন।
সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে নির্বাচনে কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অবস্থিত অফসিলি ব্যাংকমূহের নিয়ন্ত্রণকারী কার্যালয়সহ সব শাখা আগামী ১৩ জুলাই বৃহস্পতিবার বন্ধ থাকবে।