জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭ অনুযায়ী শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃপক্ষ শুদ্ধাচার পুরস্কার ২০১৬-২০১৭ এর জন্য বিভাগীয় পরিসংখ্যান অফিস, বরিশাল এর যুগ্মপরিচালক (অ.দা)মুহাম্মদ মিঝানুর রহমান হাওলাদারকে এবছর মনোনয়ন প্রদান করেছে। পুরস্কার হিসেবে তিনি একটি সার্টিফিকেট ও জুন ২০১৭ মাসে উত্তোলিত তার মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রাপ্য হবেন। পুরস্কার প্রাপ্তিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিস্ঠান তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। বিকেলে উপজেলা পরিসংখ্যান অফিস, বরিশাল সদর ও জেলা-বিভাগীয় পরিসংখ্যান অফিস, বরিশাল এর কর্মকর্তা ও কর্মচারীগণ শুভেচ্ছা জানান।
(Visited ৪৬ times, ১ visits today)