বুধবার , ১২ জুলাই ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

চিকুনগুনিয়া নিয়ে আতঙ্ক না ছড়াতে স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুলাই ১২, ২০১৭ ২:২২ পূর্বাহ্ণ

চিকুনগুনিয়া নিয়ে আতঙ্ক না ছড়াতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রীর মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘মিডিয়াকে বলতে চাই, আপনারা অহেতুক আতঙ্ক সৃষ্টি করবেন না। এটি ভাইরাস, একটি সাধারণ ভাইরাস। এটিকে নিয়ন্ত্রণ করার জন্য খুব বেশি সময় লাগে না। তিন-চারদিন প্যারাসিটেমল খেলে, বিশ্রাম নিলে এবং পানি খেলেই সেরে যায়। আমাদের সরকার সবসময়ই সচেতন আছে। এ ধরনের রোগকে প্রতিরোধ করার জন্য যা যা করা দরকার তা আমরা করব।’

মঙ্গলবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে একথা বলেন তিনি।

চিকুনগুনিয়া রোগ ছড়িয়ে পড়লেও আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জ্বর হলেই চিকুনগুনিয়া হয়েছে বলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এ উদ্বেগ সঠিক নয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটির উৎপত্তি হয় এডিস মশা থেকে। মশা নিয়ন্ত্রণের দায়িত্ব হলো সিটি কর্পোরেশনের। স্থানীয় সরকার মন্ত্রণালয় এডিস মশা নিয়ন্ত্রণ করে থাকে। এটির দায়িত্ব কিন্তু কোনোভাবেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নয়।’

তিনি আরও বলেন, ‘চিকুনগুনিয়া কোনো মারাত্মক রোগ নয়। আমাদের হাসপাতালগুলো সহায়তা দেয়ার জন্য প্রস্তুত আছে। হেল্প ডেস্ক আছে। যদি কোনো রোগী এ ব্যাপারে সতর্ক হতে চান চিকুনগুনিয়ার সঙ্গে ডেঙ্গু রোগের পরীক্ষা করতে পারবে।’

(Visited ৯ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি