সাজিদ হাসান।।
আজ মঙ্গলবার ২৭ আষাঢ় ১৪২৪ বঙ্গাব্দ/১১ জুলাই ২০১৭ খৃঃ পর্যবেক্ষণাধীন স্টেশনসমূহের মধ্যে সন্ধ্যা ৬.০০ টার তথ্য অনুযায়ী ধারলা নদী কুরিগ্রামে ২৩ সে.মি., তিস্তা নদী ডালিয়ায় ৭ সেমি., ঘাঘট নদী গাইবান্ধায় ৩৩ সেমি., ব্রহ্মপুত্র নদ চিলমারীতে ২৯ সেমি., যমুনা নদী বাহাদুরাবাদে ৭২ সে.মি., সারিয়াকান্দিতে ৪৭ সে.মি., কাজিপুরে ৫০ সেমি., সিরাজগঞ্জে ৫২ সেমি.; ধলেশ্বরী নদী এলাশিনে ৩৩ সেমি.; সুরমা নদী কানাইঘাটে ৫৩ সে.মি.; কুশিয়ারা নদী অমলশীদে ৫৯ সেমি., শেওলায় ৫৮ সে.মি. ও কংস নদী জারিয়াজঞ্জাইলে ৩১ সে.মি. বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে।
বন্যা সংক্রান্ত পূর্বাভাসঃ
• ব্রহ্মপুত্র নদের পানি সমতল বৃদ্ধি আগামী ৪৮ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।
• যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি আগামী ৪৮ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।
• গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি আগামী ৪৮ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।
• সুরমা এবং কুশিয়ারা নদীসমূহের পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় হ্রাস পেতে পারে
(Visited ১০ times, ১ visits today)