ব্রাজিল জাতীয় দলে দুজন খেলেন একসঙ্গে। তারা ভালো বন্ধু। মাঠে দুজনের রসায়নও ভালো। নেইমারের ভূমিকা আক্রমণভাগে; আর পওলিনহো খেলেন মাঝমাঠে। এবার ক্লাব ফুটবলেও একসঙ্গে খেলতে চান তারা। জাতীয় দলের সতীর্থ পওলিনহোকে বার্সায় পেতে মরিয়া নেইমার।
লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে দারুণ জুটি নেইমারের। এই ত্রয়ীকে বলা হয় ‘এমএসএন’। মাঝমাঠ থেকে বলের জোগান পেলে এই ত্রয়ী হয়ে উঠবে আরও ভয়ঙ্কর। নেইমারের বিশ্বাস, বার্সার মিডফিল্ডে পওলিনহো ভালো করবেন এবং অবস্থান পাকা করে নিতে পারবেন।
জাভি হার্নান্দেজের বিদায়ের পর আন্দেস ইনিয়েস্তার সঙ্গে অন্য কারো জুটি তেমন জমছে না! বার্সাও অবশ্য নিজেদের মাঝমাঠ আরও শক্তিশালী করতে চাচ্ছে। দলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নেইমারও ভাবছেন তা নিয়ে।
স্পোর্টসকে নেইমার বলেন, ‘আমি আশাবাদী পওলিনহো বার্সায় যোগ দেবে। সে আমার ভালো বন্ধু। ভালো খেলোয়াড়ও। প্রত্যেকেই তাকে দলে পেতে চাইবে। বার্সায় খেলার মতো যথেষ্ট সামর্থ্য আছে তার। সে কী পারে, তা সবাই দেখেছেন; বিশেষ করে জাতীয় দলের হয়ে যখন খেলে।’
সম্প্রতি দারুণ ফর্মে আছেন পওলিনহো। তার বর্তমান ক্লাব চীনের গুয়াংঝু এভারগ্রান্ডে। ৫৮ ম্যাচ খেলে নামের পাশে যোগ করেছেন ১৫ গোল। বিশ্বকাপ বাছাইপর্বে জাতীয় দলের হয়ে ৭ ম্যাচে করেছেন ৪ গোল। দেখা যাক, বার্সা তাকে দলে ভেড়ায় কিনা!