বলিউডের এই গ্ল্যামার গার্লের বছরের শুরুটা হয়েছিল তার প্রথম হলিউডের ছবি মুক্তির মাধ্যমে। ‘থ্রি এক্স : রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিটি দিয়ে হলিউডেও নিজেকে প্রমাণ করেছেন দিপীকা।
ভারতে ফিরেই পরিচালক সঞ্জয় লীলা বানশালির সাথে শুরু করেন ‘পদ্মাবতী’ ছবির কাজ। আর সে ছবিতে পারিশ্রমিকের অঙ্ক নির্ধারণে রেকর্ড করলেন দিপীকা পাড়ুকোন।
মুম্বাই মিররের বরাত দিয়ে জানা যায়, বানশালি পরিচালিত ‘পদ্মাবতী’ ছবিটির জন্য ১২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন দিপীকা। প্রথম কোনো ভারতীয় অভিনেত্রী হিসেবে দিপীকাই প্রথম যিনি পারিশ্রমিকের অঙ্কটা ১০ কোটি ছাড়ালেন। সম্প্রতি জানা গেছে এ ছবির জন্য অন্য এক প্রযোজকের ৯ কোটি পারিশ্রমিকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দিপীকা।
বেশ সুসময় যাচ্ছে দিপীকার ক্যারিয়ারে। ২০১৬ সালের ফোর্বস ম্যাগাজিনের জরিপে বিশ্বের সর্বোচ্চ আয়কারী ১২ জন নারী অভিনেত্রীর তালিকায় ১০ নাম্বারে ছিলেন বলিউডের এই গ্ল্যামার গার্ল। এদিকে হলিউডে করা তার প্রথম ছবি ‘থ্রিএক্স’ ছবির সিকুয়্যালের জন্য আবারও ফ্রেঞ্চাইজিটির সাথে চুক্তি করেছেন দিপীকা।
আর ‘পদ্মাবতী’ ছবিটিতে তার বিপরীতে থাকছেন রনভীর সিং ও শহিদ কাপুর।