বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদমর্যাদার ১৯ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। শনিবার পুলিশ হেড কোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি পার্সোনেল ম্যানেজমেন্ট-১ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
বদলিকৃত পুলিশ কর্মকর্তাদের মধ্যে নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে চাঁদপুর জেলায়, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আয়েশা সিদ্দিকাকে পুলিশ হেডকোয়ার্টার্সে (টিআর), ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেনকে কুমিল্লা জেলায়, পুলিশ হেড কোয়ার্টার্সের (টিআর) মো. মাহফুজুর রহমানকে ঠাকুরগাঁও ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মেরিন সুলতানাকে পুলিশ হেডকোয়ার্টার্সে (টিআর), পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার নিস্কৃতি চাকমাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে বদলি করা হয়েছে।
সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়াকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে, পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলামকে লালমনিরহাট জেলার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তোহিদুল ইসলামকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনকে পুলিশ হেডকোয়ার্টার্সে (টিআর), বিপিএ সারদার অতিরিক্ত পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে পুলিশ হেডকোয়ার্টার্সে (টিআর), বরিশাল গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকে বরিশাল ১০ম এপিবিএনে বদলি করা হয়েছে।
নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল কবিরকে ভোলা সদর সার্কেলে, নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমানকে পটুয়াখালীতে, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে পুলিশ হেডকোয়ার্টার্সে (টিআর), চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামানকে সিলেট ৭ম এপিবিএনে, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীনকে পুলিশ হেডকোয়ার্টার্সে (টিআর), নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাতেম আলীকে আরএমপি রাজশাহীর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে বিএমপি বরিশালের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।